লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ার জয়পুর গ্রামে গত বৃহস্পতিবার দুপরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে প্রশাসনের উদ্যোগে পরিবার প্রতি নগদ ৬ হাজার টাকা ও ২ বান্ডিল টিন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গফফার খান উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও টিন প্রদান করেন।

এ সময় অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকতার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, কাশিপুর ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ইতনা ইউপি চেয়ারম্যান শেখ সিহানুক রহমান প্রমুখ। পরে উপজেলার মল্লিকপুর ইউপি’র মঙ্গলহাটা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভূমিহীন ৩০টি পরিবারকে নব-নির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন নড়াইলের জেলা প্রশাসক আব্দুল গফফার খান।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তুসার কুমার পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, মল্লিকপুর ইউপি’র চেয়ারম্যান শাহিদুর রহমানসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ।

(আরএম/এএস/ফেব্রুয়ারি ০১, ২০১৫)