সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের গাড়ী লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে জামায়াত-শিবির কর্মীরা। এ ঘটনায় পুলিশও পাল্টা গুলি চালায় এসময় গুলিবিদ্ধ জামায়াতের এক কর্মী সহ ৭জন আহত হয়। গুলিবিদ্ধ আবু সাইদকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ১১জনকে আটক করেছে।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামে রবিবার বিকেলে পুলিশ অভিযানে যায়। এসময় পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে বিএনপি জামায়াত শিবিরের সাথে পুলিশের হামলা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

আত্মরক্ষার্থে পুলিশ ১৩ রাউন্ড শর্টগান ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় জামায়াত কর্মী আবু সাইদ গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি পেট্রোল বোমা উদ্ধার করে এবং ১১ জনকে আটক করেছে।

আটকৃতরা হলো, উল্লাপাড়া উপজেলার বিভিন্ন গ্রামের আবু সাইদ, ওমর ফারুক, মোহাম্মদ আলী, আনছার আলী, সোহেল রানা, ফজলুল হক, আব্দুল মান্নান, আমিনুল ইসলাম, আলামিন, মোহাম্মদ আলী ও ছামান।

উল্লাপাড়া মডেল থানার ওসি তাজুল হুদা জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি, বোমা, ককটেল তৈরী ও পুলিশের কাজে বাঁধা দেওয়ার একাধিক মামলা রয়েছে।

(এসএস/এসসি/জানুয়ারি০২,২০১৫)