সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের গুলিতে জামায়াত নেতা সাইদুর রহমান (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে সে মারা যায়। এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় বুধবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা জামায়াত।

পুলিশ জানায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামে রোববার রাতে পুলিশ আটক অভিযানে যায়। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে জামায়াত-শিবির নেতা-কর্মিরা।। একপর্যায়ে জামায়াত-শিবিরের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে উল্লাপাড়া সদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী সাইদুর রহমান গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৩টি পেট্রোল বোমা উদ্ধার করে এবং ১১ জনকে আটক করেছে। পরে গুলিবিদ্ধ সাইদকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হলে সেখানে চিকিৎসাধিন অবস্থায় সোমবার সকালে সে মারা যায়। তার বিরুদ্ধে উল্লাপাড়া থানায় ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিতে তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।

উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলায় বুধবার সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা জামায়াত।

(এসএস/এসসি/ফেব্রুয়ারি০২,২০১৫)