সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাক ও লেগুনার সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬ জন। এর মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও আহতরা জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শাহজাপুরের তালগাছী থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা শাহজাদপুর বাজারে যাচ্ছিলো। পারকোলা নামক স্থানে পৌছালে শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ গামী একটি ট্রাকের সাথে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়,ট্রাকটি পাশ্ববর্তী খালে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুই যাত্রী নিহত হয়, আহত হয় ৭ জন। আহতদের পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে আরো এক যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলো শাহজাদপুর উপজেলার ছোট শ্যামবাড়িয়া গ্রামের রহমত আলীর পুত্র শামসুল ইসলাম (৩৫),শিমুলতলী গ্রামের জাবেদ আলীর পুত্র শাহদত হোসেন (৪৫) ও হরিরামপুর গ্রামের জাহের আলীর পুত্র ইব্রাহিম হোসেন (৫০)। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর হওয়ায় সকাল ১০ টার দিকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহজাদপুর থানার উপ পরিদর্শক মোঃ শাহজাহান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
(এসএস/পিবি/ফেব্রুয়ারি ২,২০১৫)