রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ২০ দলীয় জোটের হরতাল ও অবরোধ চলাকালিন সময় সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুরের ঘটনায় নাজিম উদ্দিন (২৪) নামের এক শিবির কর্মীকে আটক করেন পুলিশ।

সোমবার সকালে পৌর শহেরর মধুপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএরও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আলম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদ- দেন। নাজিম পৌর শহরের মধুপুর এলাকার সফিক উল্যার ছেলে ও ওই এলাকার শিবিরের কর্মী ছিলেন।
জানান, সোমবার সকালে শহরের বাসটামিনাল এলাকায় একটি সিএনজিকে থামিয়ে ভাংচুর করার সময় সড়কের টহল পুলিশ দেখে তাকে হাতে নাতে আটক করে। পরে দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে
অফিসে নাজিমকে এক বছরের কারাদ- দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুরুল হক আখন্দ।
(এমআরএস/পিবি/ফেব্রুয়ারি ২০১৫)