রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে রিমি সরকার (১৯) নামে এক সংখ্যালঘু গৃহবধুকে অপহরণ করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। গত শুক্রবার পৌর শহরের পীর ফজলুলল্লা সড়কের সিটি ব্যাংকের পূর্বপাশের চলাচলের রাস্তার উপর থেকে অপহৃত হন তিনি। এ ঘটনায় গৃহবধুর স্বামী দিপ্ত কুরী বাদী হয়ে সোমবার থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, গত বছরের ১৬ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরি গ্রামের তপন সরকারের মেয়ে রিমির সাথে রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের দিলিপ কুরীর ছেলে দিপ্তর (২২) বিয়ে হয়। বিয়ের অনুমানিক একমাস পুর্বে লক্ষ্মীপুর সদর উপজেলার লামচরী গ্রামের মৃত দুলালের ছেলে জুয়েল কয়েক সহযোগী নিয়ে অস্ত্রের মুখে অপহরণ করে রিমিকে।

ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ জেলা সখ্যালঘু নেতৃবৃন্দ ও স্বর্ণ শিল্প সমিতির সাধারণ সম্পাদক মানিক সাহা, গৌতম মজুমদারসহ রিমি আত্মীয় স্বজনরা ঢাকার একটি বাসা থেকে উদ্ধার করতে সক্ষম হন। এঘটনার পর বিয়ে হয়ে গেলে সুখেই স্বামীর সাথে সংসার করছিলেন রিমি। শুক্রবার সে পিতার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসতেই সন্ধ্যা অনুমানিক ৬টার দিকে অজ্ঞাত সন্ত্রাসীরা একটি মাইক্রোতে তাকে জোর করে তুলে নিয়ে চলে যায়।

(পিকেআর/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৫)