নওগাঁ প্রতিনিধি : রবিবার দিনগত মধ্যরাতে নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে মোবারক আলী (২৫) নামে এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার দিনগত মধ্যরাতে সীমান্তের ২৪৪ নং মেইন পিলার এলাকার পশ্চিম পার্শ্বের নদী দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসার পথে বিএসএফ এর ৮২ ব্যাটালিয়নের নাইওরকুড়ী কোম্পানীর টহলদল তাকে আটক করে। আটককৃত গরু ব্যবসায়ী সাপাহার উপজেলার উত্তরপাতাড়ী গ্রামের বাক্কার আলীর ছেলে। এ বিষয়ে আদাতলা বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আবুল বাশার আটকের বিষয় নিশ্চিত করে জানান, ওই গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে সকালে বিজিবির পক্ষ থেকে নাইওরকুড়ী বিএসএফ কোম্পানি কমান্ডারের কাছে পত্র পাঠানো হয়। জবাবে বিএসএফ জানিয়েছে, গরু ব্যবসায়ী মোবারক আলীকে ভারতের দক্ষিন দিনাজপুর জেলার তপন থানায় সোপর্দ করা হয়েছে ।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৫)