রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে রবিবার মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালিয়ে ৪০০কেজি জাটকা মাছ ও  কারেন্ট জাল আটক করা হয়।

আটককৃত জাটকাগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে মাটিতে গর্ত করে তাতে আগুন লাগিয়ে পোড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) জনাব বেলায়েত হোসেন, ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ উল্যাহ (বিএসসি), সহকারী মৎস্য কর্মকর্তা মা. শহিদুল ইসলাম, কোস্টগার্ড কর্মকর্তা ও বাহিনীর অন্যান্য সদস্য বৃন্দ ।

(পিকেআর/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৫)