জকিগঞ্জ প্রতিনিধি:সিলেট নগরীর বিভিন্ন কলোনীতে বসবাসরত গরীব, অসহায় ও দারিদ্র
মানুষের মধ্যে সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ কম্বল বিতরণ করেছে। এ উপলক্ষে  সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.জেড.এম. নুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেটের সিনিয়র সাংবাদিক আল আজাদ, জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল ও কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর।

উপস্থিত ছিলেন সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রকাশক শরীফ মোঃ হোসাইন চৌধুরী তারেক, নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধুরী বেলাল, লন্ডন প্রবাসী দিলওয়াজ মালিক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ আব্দুল করিম ও বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক আহমদ আল ফয়সল প্রমূখ।

অনুষ্ঠান শেষে শতাধিক গরীব, অসহায় ও দারিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।


(এসকেপি/এসসি/ফেব্রুয়ারি০২,২০১৫)