বড়লেখা (মৌলভীবাজার): মৌলভীবাজারের বড়লেখার ৪নং উত্তর শাহবাজপুর ইউপি’র সদস্য, আ’লীগ নেতা ও শাহবাজপুর শ্রমিক ঐক্য পরিষদ পশ্চিম বাজার সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি মজির উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় শোক র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শাহবাজপুর শ্রমিক ঐক্য পরিষদ শোক র‌্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করে। ৩ ফেব্রুয়ারি বিকেলে উত্তর শাহবাজপুর বাজারে শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালি পরবর্তীতে ইউপি পরিষদ প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের শ্রমিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। শোক র‌্যালি ও প্রতিবাদ সভা চলাকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার যানবাহন বন্ধ রাখেন চালকরা।

প্রতিবাদ সভায় শাহবাজপুর বণিক সমিতির সভাপতি ও পশ্চিম বাজার সিএনজি অটোরিকশা ষ্ট্যান্ড পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: আক্তার হোসেন রহিন ও সম্পাদক আব্দুন নূর বলাই’র যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আকবর আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রফিক উদ্দিন আহমদ, আবুল হোসেন আলম, যুবলীগ সম্পাদক কামাল আহমদ, শ্রমিক নেতা সেলিম আহমদ, মাসুক উদ্দিন, কাজল আহমদ, রাজ্জাক আহমদ, এবাদুর রহমান এবাদ, কানন আহমদ, মজির উদ্দিন, এনাম উদ্দিন, কবির হোসেন তেরা, শাহাজান আহমদ, আলী হোসেন, সায়ুব উদ্দিন, আব্দুস শুক্কুর, জামাল আহমদ প্রমুখ।

(এলএস/এটিআর/ফেব্রুয়ারি ০৩, ২০১৫)