বাগেরহাট প্রতিনিধি : হরতাল অবরোধের নামে দেশব্যাপী নাশকতা ও নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে তাঁতীলীগ। বুধবার সকালে বাগেরহাট-খুলনা সড়কের নতুন কোর্ট এলাকার রাস্তায় দাড়িয়ে জেলা তাঁতীলীগ ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করে।
তাঁতীলীগের ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশ নেয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নের্তৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপিসহ ২০ দলীয় জোট হরতাল অবরোধের নামে দেশে নাশকতা চালাচ্ছে। এসএসসি পরীক্ষা ও পহেলা জানুয়ারীতে বই বিতরনের দিনে হরতাল ডেকে তারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে। গত ২৯ দিনে তারা কয়েকশ গাড়ী জ্বালিয়ে দিয়েছে। সাধারন খেটে খাওয়া মানুষকে পেট্রল বোম ছুড়ে হত্যা করছে। তাদের হাত থেকে ছোট শিশুরাও রক্ষা পাচ্ছেনা। অবিলম্বে এই নৈরাজ্য ও অরাজকতা বন্ধ না করা হলে তাঁতীলীগ তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন, সাধারন সম্পাদক সরদার মাসুদুর রহমান, জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকি, সাধারন সম্পাদক মাসুম হাওলাদার, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ও জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস।
(একে/পিবি/ফেব্রুয়ারি ৪,২০১৫)