বরগুনা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের পূর্ব গাবতলী গ্রামের আ. ছালামের মেয়ে ছোটবগী কমডেকা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী নাজমা আকতারকে গত মঙ্গলবার সন্ধ্যায় বিয়ে দেয়ার জন্য যাবতীয় আয়োজন করে।

এমনি এক মুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার কাজী তোফায়েল হোসেনের নেতৃত্বে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিভাবকসহ আগত অতিথিবৃন্দ পালিয়ে যায়। সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায় বাল্য বিয়ে। পরবর্তিতে স্থাণীয় লোকজনের সহায়তায় নাজমার পিতা ছালাম তার স্কুল পড়–য়া কন্যাকে পূর্ন বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দিবেনা বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ভাবে মুচলেকা দিয়ে রক্ষা পায়।
(এমসিএইচ/পিবি/ফেব্রুয়ারি ৪,২০১৫)