নওগাঁ প্রতিনিধি : বিএনপি-জামায়াতের লাগাতার অবরোধ-হরতাল প্রতিরোধের লক্ষ্যে নওগাঁয় আওয়ামী লীগ রাজপথে নেমেছে। বুধবার সকালে বিএনপি-জামায়াত শহরের মুক্তির মোড়ে পিকেটিং শুরু করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাতে বাধা দেয় এবং সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে সহায়তা করে। এতে উভয় দলের নারী কর্মীদের মাঝে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ ও নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় উভয় দলের নেতা-কর্মীরা স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকে। বিএনপি বলে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। খুনি হাসিনার গদিতে আগুন জ্বালো এক সাথে। পাল্টা আওয়ামী লীগ বলে, ঢালো ঢালো পানি ঢালো। খুনি খালেদার মাথাতে পানি ঢালো এক সাথে। একপর্যায় উত্তেজনা বাড়তে থাকে। সকাল ১০টার দিকে স্থানীয় এমপি আব্দুল মালেক সেখানে উপস্থিত হন। এসময় আওয়ামীলীগের নেতা-কর্মীদের উপস্থিতি বাড়তে থাকলে সাধারন মানুষও তাদের সমর্থনে এগিয়ে আসে। অবস্থা বেগতিক দেখে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা মুক্তির মোড় ছেড়ে যে যার মত কেটে পড়ে। ফলে এদিন শহরে যান চলাচল ছিল স্বাভাবিক।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)