নাটোর প্রতিনিধি : নাশকতার অভিযোগে নাটোর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানকে মঙ্গলবার রাতে উপশহরের বাসা থেকে আটক করেছে পুলিশ। বুধবার নাটোরের সিনিয়র চীফ জুডিশিয়াল আদালতে  তাকে হাজির করা হলে আদালতের বিচারক জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানান, অধ্যক্ষ দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সরকারী কাজে বাধা ও পুলিশের উপর হামলার একাধিক মামলা রয়েছে। অধ্যক্ষ দেলোয়ার হোসেন খানের স্ত্রী ডেইজী খান জানান, বেশ কয়েক দিন থেকে তিনি বাড়ির বাহিরে ছিলেন মঙ্গলবার রাত সাড়ে আটটায় বাসায় ফেরার সাথে সাথেই পুলিশ তাকে বাসা থেকে ধরে নিয়ে যায়।

নাটোর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নাশকতার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

(এমআর/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)