গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের জয়ংদবেপুর জংশনে বৃহস্পতিবার সকালে তুরাগ ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। যাত্রীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। আগুনে বগির দুটি সিট পুড়ে গেছে। এতে কেউ আহত হয়নি। যাত্রীরা জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

ষ্টেশনের যাত্রীরা জানায়, ঢাকা-গাজীপুর রুটের তুরাগ ট্রেনটি ঢাকা থেকে সকাল সাড়ে ৬ টার দিকে জয়দেবপুর জংশনে এসে থামে। যাত্রী উঠার সময় পিছনের ৮৭৫ নং বগিতে আগুন দেখা যায়।
জয়দেবপুর জংশন ফাড়ির এসআই দাদন মিয়া জানান, দৌড়ে পালানোর সময় ঘটনাস্থল থেকে যাত্রীরা মমিন (২৫) নামে এক যুবককে আটক করে পিটুনি দেয়। পরে তাকে আটক করা হয়। সে গাজীপুর শহরের জোড়পুকুরপাড় এলাকার নূরুন্নবীর ছেলে। পেশায় সে টাইলস মিস্ত্রি।
মমিন জানায়, ঢাকা যাওয়ার জন্যে সে ট্রেনে উঠেছিল। আগুন দেখে অন্য যাত্রীদের মত সেও দৌড় দেয়। এসময় কয়েকজন তাকে ধরে পিটুনি দিলে পুলিশ গিয়ে রেল ফাঁড়িতে নিয়ে যায়।
(এসএএস/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)