সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল। হরতালের সমর্থনে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বহুলী বাজারে মিছিল করেছে বিএনপি-জামায়াত কর্মীরা। এছাড়া জেলার কোথাও কোন পিকেটিং বা মিছিল সমাবেশ করতে দেখা যায়নি জামায়াত-শিবির ও বিএনপি নেতা-কর্মীদের। তবে হরতালে নাশকতা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াত-শিবিরের অন্তত ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার হরতালের শুরু থেকেই সিরাজগঞ্জ শহরের অধিকাংশ দোকান-পাট ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেন্দ্রীয় এম এ মতিন বাস টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে না গেলেও শহরে রিক্সা, অটোরিক্সাসহ হালকা যানবাহন চলাচল করছে।

বুধবার রাতে সিরাজগঞ্জ শহরের শহীদগঞ্জ এলাকার বিভিন্ন ম্যাসে অভিযান চালিয়ে জিহাদী বই ও সিডিসহ ৩ শিবির কর্মী ও শহরের অন্যান্য স্থানে অভিযান চালিয়ে যুবদলের তিন নেতাকে আটক করা হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলা থেকে আটক করা হয়েছে আরো ছয়জনকে।

এদিকে যে কোন ধরনের অপ্রিতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশসহ আইন শৃঙ্খলারক্ষাকারি বাহীনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
(এসএস/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)