রায়পুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে সুপারী বিক্রির টাকা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। এসয়ম সাহাবুদ্দিন ও আ’লীগ নেতা পাটোয়ারীর ব্যবসা প্রতিষ্ঠানে ব্যপক ভাংচুর করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে চর আবাবিল ইউনিয়নের মিতালী বাজারের তালতলা। আহতদের মধ্যে গুরুতর জখম ৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোঃ শহীনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, কয়েকদিন আগে পাটোয়ারী চোরাইকৃত কয়েক মন কাচা সুপারী বিএনপিকর্মী সাহাবুদ্দিনের কাছে বাকীতে বিক্রি করে। সেই টাকা দিব দিচ্ছি করে না দেওয়ায় পাটোয়ারীর লোকজন সাহাবুদ্দিনকে হুমকী দিয়ে আসছিল। বুধবার রাতে পাটোয়ারীরর কর্মী শাহীন মিতালী বাজার থেকে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে শাহীনকে একা পেয়ে বেদম মারধর করে সাহাবুদ্দিনের লোকজন। এতে আহত শাহীন পাটোয়ারী ও যুবলীগ নেতা তাজল ইসলামকে জানায়। এঘটনায় বৃহস্পতিবার সকালে তাজল ইসলাম ও পাটোয়ারীরর লোকজন ও সাহাবুদ্দিনের লোকজনের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষএ এবং ৪টি প্রতিষ্ঠান ব্যাপক ভাংচুর করা হয়। এসময় যুবলীগ নেতা শাহীনসহ উভয় গ্রুপের অন্তত ১৫ নেতাকর্মী আহত হন।
(পিকেআর/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)