মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের মাঝে ১৭০টি ট্যাবলেট পিসি বিতরণ করা হয়।   

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে মাদারীপুরে সরকান কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. বাসুদেব কুমার দাস, উপপরিচালক স্থানীয় সরকার মো. জাহাঙ্গীর হোসেন।
বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপংকর বর, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাসির উদ্দিন প্রমুখ।
এছাড়াও একই দিন কালকিনি উপজেলায় ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গর্ভমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রদত্ত এর আওতায় উপজেলার সকল দপ্তর প্রধানদের ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নিবার্হী অফিসার মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে এ ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রকিবুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায় প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মাঝে ২৯টি ট্যাবলেট পিসি বিতরণ করা হয়।
(এএ/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)