নাটোর প্রতিনিধি : ২০ দলের ডাকা অবরোধ ও হরতালে দুর্বৃত্তরা বৃহস্পতিবার নাটোরের আহমেদপুরে একটি খালি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। এতে ট্রাকের সামনের কেবিন পুড়ে ভস্মিভুত হয়। তবে কেউ হতাহত হয়নি। এদিকে হরতাল চলাকালীন বৃহস্পতিবার সকাল থেকে বিজিবি,র‌্যাব,পুলিশ ও আনসার সদস্যদের সহযোগীতায় নাটোর থেকে দুরপাল্লা ও অভ্যন্তরিন রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়,বৃহস্পতিবার ভোর রাতে একটি খালি ট্রাক পাবনা যাওয়ার পথে আহমেদ ব্রীজের কাছে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ট্রাকের সামনের কেবিন পুড়ে যায়। খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রেণ আনে।

নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানান,নাশকতার যে কোন ধরনের ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় আইন শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

(এমআর/এএস/ফেব্রুয়ারি ০৫, ২০১৫)