স্টাফ রিপোর্টার : বিএনপি জোটের লাগাতার অবরোধের মধ্যে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী নিয়ে দেশব্যাপী শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে উৎকণ্ঠার মধ্যে শুক্রবার সকাল নয়টা থেকে একটা পর‌্যন্ত ছয়টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আশা করছেন, পরীক্ষার্থীরা কোনো দলের সন্তান নয়, বিএনপিসহ সব দল পরীক্ষা অনুষ্ঠানে প্রয়োজনীয় সহায়তা দেবে।

টানা হরতালে দুই দফা পেছানোর পর এই পরীক্ষা শুরু হলো।

আটটি সাধারণ বোর্ডে এ দিন এসএসসিতে সকালে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি; কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে সকালে বাংলা-২ (১৯২১) সৃজনশীল এবং বাংলা-২ (৮১২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা রয়েছে।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ের পরীক্ষা হবে।

এসব পরীক্ষা গত ২ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। ১ ফেব্রুয়ারি থেকে বিএনপি জোটের টানা হরতালে পরীক্ষা পিছিয়ে ৬ ফেব্রুয়ারি নেওয়া হয়।

এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী।

পরীক্ষার্থীরা যেন কেন্দ্রে নিরাপদে যাতায়াত করতে পারে সে জন্যে সকল ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ইব্রাহিম ফাতেমি।

তিনি বলেন, পরীক্ষার কেন্দ্র ও আশপাশে নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশও থাকছে। কোনো ধরনের নাশকতা যেনো কেউ না ঘটাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। ছাত্র ও অভিভাবকদের কেন্দ্রে নিরাপদে আসা যাওয়া নিশ্চিত করতে সহযোগিতা করা হবে।

হরতালের কারণে ৪ ফেব্রুয়ারির পরীক্ষাও পিছিয়ে ৭ ফেব্রুয়ারি নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে একটা পর‌্যন্ত এসএসসিতে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংষ্কৃতি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে।

আর মাদ্রাসা বোর্ডে হবে হাদীস শরীফ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি-২ (১৯২২) এবং ইংরেজি-২ (৮১২২) পরীক্ষা।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ৫ ফেব্রুয়ারি রাজধানীতে সভা করতে না পেরে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অবরোধের মধ্যে ১ ফেব্রুয়ারি থেকে টানা ৭২ ঘণ্টার হরতাল ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা পর‌্যন্ত বৃদ্ধি করে বিএনপি জোট।

এসএসসির লিখিত পরীক্ষা শুরু হয়ে ১০ মার্চ শেষ হওয়ার কথা। আর ১১-১৬ মার্চ ব্যবহারিক পরীক্ষা হবে।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)