ভোলা প্রতিনিধি : ভোলার বোরহান উদ্দিনের গয়নাঘাট এলাকা থেকে ৫লাখ বাগদা রেনুসহ ১৫জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে ডিবি’র একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো সেলিম (২৫), রিয়াজ (২০), রফিক (২৪), কামাল উদ্দিন (৩০), কালু (২৫), জামাল উদ্দিন (৩০), সফিজল (৩৫), হানিফ (৩০), আক্তার হোসেন (২০), আ. মালেক (৩০), শরীফ হোসেন (২২), কবির (২২), কামাল (২৫), আ. হান্নান (২৫) এবং সুজন (২০)।

ভোলা গোয়েন্দা পুলিশের এস.আই তাজ উদ্দিন মানিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ব্যারেল বাগদা রেনুসহ পরিবহনে জড়িত ১৫ জনকে আটক করা হয়েছে। আটক রেনুর বর্তমান বাজার মূল্য ৫লাখ ৬০হাজার টাকা।

পরে বোরহান উদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে রাতেই রেনুগুলো মেঘনায় অবমুক্ত করা হয়।

বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. হাবিবুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেছেন। আটককৃতদের বাড়ি ভোলার দৌলতখান, লালমোহন এবং তজুমুদ্দিন উপজেলায় বলে জানান ওসি।

(ওএস/এইচআর/মে ০৯, ২০১৪)