রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে দেশ বিরোধী ২০ দলীয় জোট হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করার প্রতিবাদে সভা ও বিক্ষোভ করেন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগ।

শুক্রবার বিকাল ৫ টায় শহরের ট্রাফিক মোড়ে প্রাইম ব্যাংকের সামনে এ প্রতিবাদ সভা করেন। পরে শহরের প্রধান প্রধান সড়কে ছাত্রলীগের প্রায় ২ শতাধিক নেতাকর্মী বিক্ষোভ করে।

সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুন নবী হোসেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, আ.লীগ নেতা জামশেদ কবির বাকী বিল্লাহ, রফিকুল হায়দর বাবুল পাঠান, এড. মিজানুর রহমান মুন্সি, শেখ নুরুল আনোয়ার বাচ্চু, ছাত্রলীগ নেতা জুম্মান সুলতান, পীরজাদা সৌরভ হোসেন, সাইফুল ইসলাম রাজিম ও ফিরোজ আলম প্রমুখ।

বক্তব্য নেতারা বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় পরাক্ষার্থীদের নির্বীগ্নে কেন্দ্রে আসার সকল সহযোগীতায় ছাত্রলীগ মাঠে থাকবে। এজন্য প্রয়োজনে বিভিন্ন সড়কে বিএনপি-জামায়তের নাশ্কতা প্রতিরোধে ৩ ঘন্টা অবস্থান করার ঘোষনা দেন।

(এসঅারএস/এটিআর/ফেব্রুয়ারি ০৬, ২০১৫)