নারায়ণগঞ্জ প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার ৪০ জন উপপরিদর্শক ও ৩৯ জন সহকারী উপপরিদর্শককে একযোগে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জেলার বিভিন্ন থানার ৭৯ জন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন রেঞ্জে বদলি করা হয়েছে।

যাদের বদলি করা হয়েছে তারা ফতুল্লা মডেল ও সিদ্ধিরগঞ্জ থানা এবং জেলা গোয়েন্দা পুলিশে (ডিবি) কর্মরত ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-১) মঈনুর রহমান এর সত্যতা স্বীকার করেছেন।

আলোচিত ৭ হত্যাকাণ্ডের পর নারায়ণগঞ্জে প্রশাসনে চলছে ব্যাপক রদবদল। ২৯ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, র‌্যাব-১১ এর সিও তারিক সাঈদ মাহমুদ, মেজর আরিফ ও লে. এম এম রানাকে প্রত্যাহার করে নেওয়া হয়।

এছাড়া বুধবার বদলি করা হয় মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ আউয়ালকে। তার স্থলে তদন্তের দায়িত্ব লাভ করেন জেলা গোয়েন্দা পুলিশের নতুন ওসির দায়িত্ব নেওয়া মোহাম্মদ মামুনুর রশিদ মন্ডল।

(ওএস/অ/মে ০৯, ২০১৪)