শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী শ্রীমঙ্গলের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক এক মতবিনিময় সভা শ্রীসঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত সাবেক চিপ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মোহাম্মদ আবদুস শহীদ এমপি।

তাঁর বক্তব্যে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলের নামে সাধারণ মানুষের বিরুদ্ধে যোদ্ধ ঘোষণা করেছেন বেগম খালেদা জিয়া। তাহাদের এই আন্দোলন এর সাথে কোনো জনগনের সর্মথন নেই। যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের সাথে নিয়ে নিরীহ মানুষকে আর না মারার আহ্বান জানান। এসএসসি পরিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান। এছাড়াও অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, বিলেতপ্রবাসী এম এ মতিন, অর্ধেন্দু কুমার দেব, দ্বীপেন্দ্র ভট্টাচার্য, শেখ লুৎফুর রহমান, ডা. হরিপর রায়, বিকুল চক্রবর্তী প্রমুখ।

(টিভি/এটিআর/ফেব্রুয়ারি ০৭, ২০১৫)