স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আলোচনা বা সংলাপে বাধা নেই, কিন্তু সন্ত্রাসী ও জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। বিএনপি-জামায়াত জোট মানুষ মারা বন্ধ না করলে তাদের সাথে কোনো কথা নয়।’

রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বোমা মেরে মানুষ হত্যা, দেশ ও জনগণের বিরুদ্ধে খালেদা জিয়ার প্রতিহিংসার রাজনীতি বন্ধের দাবিতে’ এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মানুষের সাথে মানুষের আলোচনা হতে পারে কিন্তু কোনো পশুর সাথে আলোচনা নয় মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, যে সব সুশীলরা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধের কথা না বলে সন্ত্রাসীদের সাথে সংলাপের কথা বলেন তারা সমাজের ক্যান্সার। সন্ত্রাসীদের সাথে আলোচনার কথা না বলে জনগণের সুরে কথা বলুন।

বিএনপি-জামায়াত জোটের অপশক্তির বিরুদ্ধে জনগণকে সোচ্চার হয়ে রাস্তায় নেমে প্রতিরোধের আহ্বানও জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরূন সরকার রানা, অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)