স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগে নাশকতা বন্ধ হোক তারপর সংলাপ।

রবিবার সচিবালয়ে তথ্য অধিদফতরে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে চলমান সহিংসতা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, দানবের সঙ্গে মানবের কোনো সংলাপ হতে পারে না। নাশকতা বন্ধ হওয়ার আগে সংলাপের কথা চিন্তা করতে পারছি না।

দেশে শান্তি প্রতিষ্ঠার কাজ যত কঠিনই হোক না কেন সরকারকে তা প্রতিষ্ঠার জন্য কঠিন পথই গ্রহণ করতে হবে বলেও জানান হাসানুল হক ইনু।
(ওএস/পিবি/ফেব্রুয়ারি ৮,২০১৫)