স্টাফ রিপোর্টার, ঢাকা : নিরাপত্তা নিশ্চিত করতে কাঁটাতারের ঘের দেওয়া হল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের দেয়ালে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে এ কাঁটাতার আনা হয়। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল নাগাদ দেয়ালের ওপরে প্রতিস্থাপিত হয় সেগুলো।

খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা।

কার্যালয়ের ফটকে এসে কিছুক্ষণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ফটকের সামনেই যথারীতি রেজিস্টার খাতা নিয়ে বসে আছেন তিন কর্মকর্তা। অদূরেই রয়েছেন কয়েকজন পুলিশ সদস্য।

ডিউটিরত সাংবাদিকরা কাঁটাতারের বেড়া নিয়ে নানা মন্তব্য করছিলেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে দেয়াল টপকে ছবি নিতে এ ঘের ব্যাঘাত ঘটাবে বলছেন ক্যামেরাপারসনরা।

(ওএস/অ/ফেব্রুয়ারি ০৮, ২০১৫)