রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে জাটকা ইলিশ মাছ না ধরার জন্য অভিযান চালাতে গেলে কোস্টগার্ডের উপর গুলি ছুড়ে হামলা করেন দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোস্টগাডও দুর্বৃত্তদের লক্ষ্য করে পাল্টা ২০ রাউন্ড গুলি ছুড়েন। তবে এসময় কোস্টগার্ডের কোন সদস্য আহত আহত হয়নি। ঘটনাটি ঘটেছে রোববার সন্ধ্যায় উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীতে এলাকার মেহেদিগঞ্জে। এঘটনায় হামলাকারী দুর্বৃত্তদের খবর জানতে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার ওই এলাকার স্থানীয় জেলে ও কোস্টগার্ডের সদস্যদের সাথে কথা বলেন।

স্থানীয়রা জানান, নদীতে জাটকা ইলিশ ধরা বন্ধ করার জন্য কোস্টগার্ড বিভিনস্থানে অভিযান চালায়। রোববার সন্ধ্যায় ২নং উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীতে স্থানীয় অসাধু জেলেরা জাল ফেলে জাটকা মাছ শিকার করছে। খবর পেয়ে স্থানীয় কোস্টগার্ড অভিযানের জন্য মেঘনা নদীর মেহেদিগঞ্জে যায়। এসময় নদীতে থাকা দুর্বৃত্তরা কোস্টগার্ডের উপস্থিতি টের পয়ে কোস্টগার্ডকে লক্ষ করে গুলি ছুড়ে। পরে কোস্টগাড পরিস্থতিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড পাল্টা গুলি ছুড়েন।
রায়পুর উপজেলার হায়দরগঞ্জ এলাকার কোস্টগার্ডে কমান্ডার সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ রাউন্ড গুলি ছুড়া হয়েছে। তবে এঘটনায় এখন কোন মামলা করা হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম ও উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার বলেন, হামলার ঘটনায় স্থানীয় কোস্টগার্ড ও জেলেদের সাথে কথা হয়েছে। হামলাকারীদের বের করতে তদন্ত করা হচ্ছে।
(এমএরএস/পিবি/ফেব্রুয়ারি ৯,২০১৫)