বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘বিএনপি-জামায়াত রাজনীতির নামে হত্যা, পেট্রলবোমা হামলা এবং অর্থনীতির জন্য ক্ষতিকর ও ধ্বংসাত্মক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। দেশের মানুষ এ সম্পর্কে সজাগ রয়েছে। বিএনপি-জামায়াত জোট দেশে জঙ্গীবাদী কায়দায় সাধারন মানুষ হত্যা করে দেশকে অস্থিতিশীল করায় ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আন্দোলনের নামে একের পর এক মানুষ পুড়িয়ে মারছে। জনগণই বিএনপি-জামায়াতের এ নৈরাজ্য রুখে দেবে।’

তিনি রবিবার (৮ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার খাগটেকা-কালনীগড় গ্রামে ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ৩৭৬ পরিবারের মধ্যে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এলাকার সমাজসেবক ললিত মোহন দাসের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ডা: আব্দুল হান্নানের পরিচালনায় বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মণি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা বদরুল ইসলাম, পল্লী বিদ্যুৎতের ডিজিএম নীল মাধব বণিক, এপিপি আব্দুল খালিক, জুড়ী উপজেলা যুবলীগ সম্পাদক রিংকু রঞ্জন দাস, পশ্চিম জুড়ী ইউপি যুবলীগ সম্পাদক জুবায়ের হাসান জেবলু প্রমুখ।

(এলএস/পি/ফেব্রুয়ারি ০৯, ২০১৫)