লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত যুবককে এলাকাবাসী আটক করেছে। পরে তাদের  পুলিশে সোর্পদ করে। কামারহাট এলাকা থেকে গত সোমবার (৯ জানুয়ারি) ভোর রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল কাউছার আলম ( ২৭), জামাল হোসেন (৪২), বাবুল হোসেন (৩৫), মো. রাশেদ (৩০), মো. পারভেজ (২৮), আবুল বাশার ( ৩০) ও মনির হোসেন (৩২)। তাদের সবার বাড়ি রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোর রাতে কামারহাট এলাকার মাঝিরগাও গ্রামে আটককৃতরা ডাকাতির প্রস্তুতি নেয়। বিষয়টি এলাকবাসী আঁচ করতে পেরে তাদের ঘেরাও করে। পরে সকালে তাদের কাছ থেকে ২টি রামদা, ৩টি ছেনি ও কয়েকটি ডাকাতির সরঞ্জাম উদ্ধার করে পুলিশে সোর্পদ করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, আটককৃতরা ডাকাতির প্রস্তুত নিচ্ছিলেন। তারা ডাকাতি করার পরিকল্পানার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় আটককৃতদের নামে থানায় মামলা করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
(এমআরএস/পিবি/ফেব্রুয়ারি ১০,২০১৫)