স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, চলমান সংকট সমাধান ও আলোচনার নামে সংবিধান পরিবর্তনের ষড়যন্ত্র চলছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ‘আমরা মুক্তযোদ্ধার সন্তান’ ঢাকা মহানগরের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বুদ্ধিজীবীদের সমালোচনা করে আমু বলেন, আজকে দেশে যে হত্যাকাণ্ড চলছে সেটা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ, এটা কোন সরকারের বিরুদ্ধে নয়। কিছু বুদ্ধিজীবী আছেন, যারা বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে সন্ত্রাসের বিরুদ্ধে কথা না বলে সংকট সমাধান ও সংলাপের কথা বলছে। এটা সংবিধান পরিবর্তনের গভীর ষড়যন্ত্র।

আমু বলেন, খালেদা জিয়া হরতাল-অবরোধ ডেকেছে তার ডাকে মানুষ সাড়া দেয়নি। তাই তিনি জনগণের প্রতি আক্রোশের বশে সাধারণ মানুষ পুড়িয়ে মারছেন। গাড়ি চালকদের হত্যা করছেন। এটা সরকারের বিরুদ্ধে নয়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশে মক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে জিয়াউর রহমানের হাত ধরে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির উত্থান হয়। পরবর্তিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের দায়িত্ব নিয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও চেতনাকে ফিরিয়ে আনে।

সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, আপনাদের কিছু কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। আপনারা একটা সংগঠন করে বসে থাকবেন এটা হবে না। বক্তৃতা দিবেন, সভা-সমাবেশ করবেন তা হবে না। আপনাদের উচিত মুক্তিযুদ্ধের ধারা সারাজীবনের জন্য প্রতিষ্ঠত করা। যাতে পরবর্তী প্রজন্ম ধারাবাহিকতা বজায় রাখতে পারে।

সংগঠনের ঢাকা মহানগর আহ্বায়ক নুরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ১০, ২০১৫)