স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নাগরিক সমাজের একটি অংশ বোমা হামলাকারীদের সঙ্গে আলোচনার কথা বলছে। যারা এই আলোচনার কথা বলছেন তাদের অনেকেই ১/১১ এর কুশীলব। এদের উদ্দেশ্য ঘোলা পানিতে মাছ শিকার করা।

রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ কার্যালয়ে বুধবার সকালে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জঙ্গি সংগঠনগুলো পৃথিবীর বিভিন্ন দেশে নিরীহ-নিরস্ত্র মানুষের ওপর হামলা করে। তারাও এখন তাই করছে। এভাবে হামলা করে এরইমধ্যে তারা ৮০ জনের বেশী মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে।

নিউইয়র্কে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় নেতা সাদেক হোসেন খোকার সম্প্রতি করা মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, সাদেক হোসেন খোকা ওই কথা বলে প্রকৃতপক্ষে বিএনপি যে এসব ঘটনা ঘটাচ্ছে তার দায় স্বীকার করে নিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভুইয়া ডাবলু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী।

(ওএস/পিবি/ফেব্রুয়ারি ১১,২০১৫)