বরগুনা প্রতিনিধি : পাথরঘাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বিষখালী নদীর মোহনায় গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বঙ্গোপসাগরের কুমিরমারা এলাকায় একটি ট্রলারের ধাক্কায় সাগরে মাছ ধরতে যাওয়া এফবি ইয়াহিয়া নামের ট্রলারটি ডুবে গেছে। ডুবে যাওয়া ট্রলারের জেলে ইছাহাক নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। ট্রলার ডুবির ৬ ঘন্টা পর মঙ্গলবার ৭ জেলেকে উদ্ধার করা হয়েছে।

ফিরে আসা জেলে ইছাহাক ও হানিফ মিয়ার বরাত দিয়ে এফবি ইয়াহিয়া ট্রলারের মালিক মো. ইয়াহিয়া জানান, মাছ ধরার জন্য সাগরে যাওয়ার উদ্দেশ্যে কুমির মারা এলাকায় বিশ্রাম নেওয়ার জন্য এফবি ইয়াহিয়া ট্রলারটি নোঙর করে জেলেরা ঘুমিয়ে পড়ে। এক পর্যায় রাত ২টার দিকে অপর একটি ট্রলার দ্রুত গতিতে এসে তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এ সময় তাদের ট্রলারটি তলা ফেটে গেলে ঘটনাস্থলেই ডুবে যায়। প্রায় ৬ ঘন্টা পর মঙ্গলবার সকাল ৮ টার দিকে নামবিহীন আর একটি ট্রলারের জেলেরা ৭ জেলেকে উদ্ধার করে। কিন্তু ডুবেযাওয়া ট্রলারের জেলে সলেমানকে পাওয়া যায়নি।

(এমএইচ/পি/ফেব্রুয়ারি ১১, ২০১৫)