রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে এমরান পাটোয়ারী নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির ঘটনায় তিন যুবককে চোরাই মোটরসাইকেলসহ আটক করেন থানা পুলিশ। সোমবার বিকালে উপজেলার বাসটামিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে তিন যুবকের নামে রায়পুর থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

আকটকৃত ও মামলা আসামীরা হলেন- কাজী আব্দুল মন্নানের ছেলে বিপ্লব হোসেন (২৬), মনির হোসেনেল ছেলে সুমন (২২) ও জামাল হোসেন ছেলে আলমগীর হোসেন (২৫)। এই তিন জনের বাড়ী উত্তর চরমোহনা এলাকায়। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত রোববার রাতে ৩ নং উত্তর রায়পুর মনু পাটোয়ারী বাড়ীর থেকে ব্যবসায়ী এমরান পাটোয়ারীর ইয়ামাহ এফ জেট একটি মোটরসাইকেল চুরি হয়। মঙ্গলবার বিকলে ওই মোটরসাইকেলটি নিয়ে তিন যুবক বাসটার্মিনাল এলাকায় আসলে ওই ব্যবসায়ী দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করে থানায় নিয়ে আসলে তারা তাদের দোষ শিকার করেন।
রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আখন্দ বলেন, চুরির ঘটনায় ব্যবসায়ী এমরান পাটোয়ারী বাদী হয়ে মামলা করেন। আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
(এমআরএস/পিবি/ফেব্রুয়ারি ১১,২০১৫)