ব্রাহ্মণবাড়িয়ায় চট্টলা এক্সপ্রেসের ২টি বগি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও ২টি বগি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। এতে রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বিকেল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২/৩শ গজ দূরে পুনিয়াউট রেলগেট সংলগ্ন এলাকায় ইঞ্জিন ও এর সংলগ্ন অপর ২টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।
(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১৩, ২০১৫)