বাগেরহাট প্রতিনিধি  : সকলের অংশ গ্রহনে অর্থবহ নির্বাচনের দাবিতে বাগেরহাটে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরের মুনিগঞ্জ জেলা বিএনপি কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ওয়ালিউজ্জামান মোজা, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান, প্রচার সম্পাদক এ্যাডভোকেট আঃ মান্নান, জেলা যুব দলের সাধারন সম্পাদক আইয়ুব আলী মোল্লা বাবু, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক শাহিদা আক্তার, বিএনপি নেতা এ্যাড মোশারফ হোসেন মন্টু, বাগেরহাট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হাই, মনিরুজ্জামান মনি, সেলিম ভূইয়া, শ্রমিক নেতা মোজাম, এ্যাডঃ শহিদুল ইসলাম প্রমুখ।
(একে/পিবি/ফেব্রুয়ারি ১৪,২০১৫)