বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় যাত্রীবাহী গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত ইসলামী নেতা এমাদুল ইসলাম সহ ২২জনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ শনিবার(১৪ ফেব্রুয়ারী) দুপুরে গাড়ী পুড়ানো মামলায় এজাহার নামীয় আসামী ইসলামী ছাত্রশিবিরের কর্মী  শিবিরকর্মী আব্দুস সামাদ (২৫) কে গ্রেফতার করেছে। সে উপজেলার নিজবাহাদুর পুর ইউপির চান্দগ্রামের আজব উদ্দিনের পুত্র।

পুলিশ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ ফ্রেরুয়ারী) হরতালের সময় মৌলভীবাজারের বড়লেখায় বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রুপসী বাংলায় হরতাল সমর্থনকারীরা অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় গত শুক্রবার(১৩ ফ্রেরুয়ারী) রাতে এস.আই আক্তারুজ্জামান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে সাবেক বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা এমাদুল ইসলামকে প্রধান আসামী করে জামায়াত নেতা খিজির আহমদ, সাধারন সম্পাদক ফয়সল আহমদ এবং ইসলামী ছাত্র শিবির সভাপতি রুহুল আম্বিয়া সুমনসহ জামায়াত-শিবিরের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১২০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে থানায় মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহার নামীয় আসামী ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিবিরকর্মী আব্দুস সামাদ (২৫) কে গ্রেফতার করেছে। বড়লেখা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান মামলার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০দলের ডাকা হরতাল চলাকালীন সময়ে বৃহস্পতিবার (১২ফ্রেরুয়ারী) সকালে হরতাল সমর্থনকারীরা বড়লেখার মাইজগ্রামে ঢাকাগামী যাত্রীবাহী বাস রুপসী বাংলায় পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এ সময় বাস থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে কমপক্ষে ১০জন যাত্রী আহত হন।

(এলএস/পি/ফেব্রুয়ারি ১৪, ২০১৫)