গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে আন্ত:বিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফরমেশন অব ইয়ুথ এন্ড টিচারস প্রোগ্রাম, কারিতাস খুলনা অঞ্চলের সহযোগিতায় বানিয়ারচর সেন্ট মাইকেলস জুনিয়র হাইস্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার সকালে বানিয়ারচর সেন্ট মাইকেলস্ জুনিয়র হাই স্কুল মিলনায়তনে সাংস্কৃতিক প্রতিযোগিতা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল । বানিয়ারচর ক্যাথলিক মিশনের সহকারি পাল পুরোহিত ফাদার কোমল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কারিতাস খুলনা অঞ্চলের শিক্ষা ও উন্নয়ন কর্মকর্তা বিভুদান বৈরাগী। স্বাগত বক্তৃতা করেন সেন্ট মাইকেলস্ জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী ক্লারা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক হারাধন দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুনীল বিশ্বাস, বাংলাদেশ টেলিভিশন ও বেতারের সুরকার ও সংঙ্গীত পরিচালক জম দিলীপ সরকার, সহকারি শিক্ষক প্রেমানন্দ হালদার প্রমুখ।
নাচ, গান, কবিতা আবৃত্তি, একক অভিনয়, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় উপজেলার ৭ টি স্কুলের ৮২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
(এমএইচএম/এএস/মে ০৯, ২০১৪)