কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের হরতাল অবরোধ, নৈরাজ্য’র প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছে।

রবিবার বিকেলে ভেড়ামারা বাসষ্টান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ’র সভাপতি ও কুমারখালী উপজেলা পরিষদ’র চেযারম্যান আলহাজ্ব সদর উদ্দীন খাঁন।

ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা’র সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ’র সাধারন সম্পাদক আজগর আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) হাজী আখতারুজ্জামান মিঠু, ধরমপুর ইউপির চেয়ারম্যান শাহাবুল আলম লালু, জুনিয়াদহ ইউপি’র চেয়ারম্যান শওকত আলী, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা পবন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, শরিফুজ্জামান নবাব, আবু দাউদ, আহাদুজ্জামান রানা প্রমুখ।

সমাবেশ থেকে আওয়ামীলীগ নেতৃবৃন্দ বিএনপি জামায়াত’র নৈরাজ্য’র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।

(আরকে/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৫)