স্টাফ রিপোর্টার : বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী কোন বিচার না করেই নির্বিচারে মানুষ মারছে বলে মন্তব্য করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী।

সোমবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে ডক্টরস অ্যাসোসিয়েশ অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ‘সকল রাজনৈতিক সংকট নিরসনে দ্রুত সংলাপ এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে’ চিকিৎসক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

‘সহিংসতা বন্ধে সরকারকে ব্যবস্থা নিতে আদালত নির্দেশ দিয়েছে কিন্তু পুলিশ যখন বিনা বিচারে মানুষ হত্যা করে তখন কেন আদালত থেকে কোন রায় আসেনা?’ একটি লোক অপরাধ করলে তার বিচার করে শাস্তি দেয়া হয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কোন বিচার না করেই নির্বিচারে মানুষ মারছে বলেও মন্তব্য করেন তিনি।

রুহুল আমিন গাজী বলেন, খালেদা জিয়ার সাথে সরকার অমানবিক আচরণ করছে। ‘জেলে যদি মানুষ থাকে তাকেও খাবার দেয়া হয়। কিন্তু বিএনপি চেয়ারপার্সনকে খাবারও দেয়া হচ্ছে না। এটা সরকারের কি ধরনের অমানবিক আচরণ?

‘বর্তমানে গণমাধ্যম ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা ভোগ করছে’ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘যদি স্বাধীনতাই ভোগ করে তাহলে দিগন্ত টেলিভিশন, ইসলামী টেলিভিশন, আমার দেশ পত্রিকা বন্ধ কেন?’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- ড্যাবের সহ-সভাপতি আব্দুস সালাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক কাদের গনি চেীধুরী, সংগঠনের যুগ্ম মহাসচিব জহিরুল ইসলাম শাকিল, ঢাকা মহানগরীর সভাপতি ওবায়দুল কবীর খান প্রমুখ।

(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১৬, ২০১৫)