নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গায় জুথি খাতুন (১৪) নামে এক স্কুল ছাত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের অভিযোগ তাকে অপহরন করা হয়েছে। গত বুধবার স্কুলে যাওয়ার পথে তিন যুবক জুথিকে অপহরন করে  বলে থানায় অভিযোগ করা হয়েছে। থানায় অপহরন মামলা রুজু করার পর পুলিশ জুথিকে উদ্ধারে নেমেছে। অপহৃত জুথি পাটুল হাপানিয়া স্কুল ও কলেজের ৭ম শ্রেনীর ছাত্রী ও বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের রজব আলীর মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায়,নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের রজব আলীর মেয়ে জুথি খাতুন (১৪) পাটুল হাপানিয়া স্কুল ও কলেজের ৭ম শ্রেনীতে পড়াশুনা করে। গত বুধবার সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। স্কুল শেষে তার সহপাঠিরা বাড়ি ফিরে আসলেও জুথি বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুজি করে তাকে খুজে না পেয়ে জুথির বাবা নলডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন। পরে লোকমুখে জানতে পারে তার মেয়ে জুথিকে প্রতিবেশী আব্দুল মান্নানের ছেলে জাহাঙ্গীর হোসেন বোরহান, লালু প্রামানিকের ছেলে রবিউল হোসেন তোতা ও খোরশেদ আলম অপহরন করে একটি সিএনজি চালিত থ্রি-হুইলার গাড়িতে করে নাটোরের দিকে নিয়ে গেছে। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা রজব আলী বাদি হয়ে তিনজনকে আসামীকে নলডাঙ্গা থানায় একটি অপহরন মামলা দায়ের করেন।
রজব আলী জানান, জাহাঙ্গীর হোসেন বোরহান, রবিউল হোসেন তোতা ও খোরশেদ আলম এলাকায় বোখাটে হিসাবে পরিচিত। তারা তার মেয়ে জুথিকে স্কুলে যাওয়ার পথে প্রায়ই উক্ত্যক্ত করতো। বিষয়টি ওই তিনজনের পরিবারকে অবহিত করার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
পাটুল হাপানিয়া স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর কবিরাজ জানান, বিষয়টি জুথির বাবার কাছ থেকে শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পরিবারকে পরামর্শ দেওয়া হয়েছে।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এব্যাপারে মেয়েটির বাবা থানায় একটি অপহরণ মামলা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মেয়েটিকে উদ্ধারসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(এমআর/এএস/মে ০৯, ২০১৪)