স্টাফ রিপোর্টার : অচিরেই অনলাইন সংবাদ মাধ্যমের একটি নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনা হবে বলে সংসদে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি মঙ্গলবার সংসদ সদস্য নিজাম হাজারীর এক প্রশ্নের জবাবে বলেন বর্তমানে অনলাইন সংবাদ পত্রের কোনো নীতি মালা নেই, তথ্য মন্ত্রণালয় হতে অনলাইন গনমাধ্যম শীর্ষক নীতি মালা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ জন্য প্রধান তথ্য কর্মকর্তাকে আহবায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে উক্ত কমিটি ইতি মধ্যে কাজ শুরূ করেছে, এবং চূড়ান্ত প্রতিবেদন কিছু দিনের মধ্যে জমা দিবে বলে জানান, ইনু। অন্য আরেক সংসদ সদস্য বেগম আখতার জাহানের প্রশ্নের জবাবে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু জানান ভারতের ৩২ টি পে-চ্যানেল এবং ৮ টি ফ্রি চ্যানেল বাংলাদেশে সম্প্রচারিত হলেও, বাংলাদেশের কোন চ্যানেল ভারতে প্রদর্শিত হয় না। এদিকে বাংলাদেশের টিভি চ্যানেলেন প্রতি ভারতীয় দর্শকদের যথেষ্ট আগ্রহ রয়েছে। বাংলাদেশের চ্যানেল ভারতে সম্প্রচার করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। বাংলাদেশি চ্যানেল ডাউন লিংক ফি বেশি হওয়ার কারণে ভারতীয় ক্যাবল অপারেটরা আগ্রহ প্রকাশ করে না। তবে এ বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণায়ের মাধ্যেমে আলোচনা করে বাংলাদেশি চ্যানেল সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করব বলে জানান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

(এমএসই/পি/ফেব্রুয়ারি ১৭, ২০১৫)