আসামির ছুরিকাঘাতে ২ পুলিশ জখম
চট্টগ্রাম প্রতিনিধি : হত্যা মামলার আসামি ধরতে গিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ের জোড়ারগঞ্জ থানার কনস্টেবল মাইন উদ্দিন (৪০) ও মামলার বাদী মকসুদ আহমদে (৪৫) ছুরিকাঘাতে জখম হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জোড়ারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাকিব হত্যা মামলার আসামি সোহেলকে ধরতে ফেনীর মজুমদার হাটে অভিযান চালায় মোড়রগঞ্জ থানা পুলিশ।
এ সময় আসামি পুলিশের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। এতে পুলিশ সদস্য মাইন ও মামালার বাদী মকসুদ জখম হন। তবে, আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
২০১৪ সালের ২৯ ডিসেম্বর বিজয়মেলায় নেওয়ার কথা বলে এসএসসি পরীক্ষার্থী রাকিবকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এর ২ দিন পর চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সোহেল এই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
(ওএস/এটিআর/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)