বিনোদন ডেস্ক : একুশে ফেব্রুয়ারি ফারজানা ছবির বিয়ে ঠিক করা হয়েছে! বিয়েটা তার অমতে ঠিক করেছেন বাবা। ‘ফিরে দেখা’ নামের একটি নাটকে এই গল্প পাওয়া যাবে। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প ও নাট্যরূপে হিমেল ইসহাকের পরিচালনায় তৈরি হলো একুশের বিশেষ নাটকটি। এতে বীথি চরিত্রে দেখা যাবে ফারজানা ছবিকে।

নাটকে দেখা যায়, ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে ক’জন অগ্রপথিক বিপ্লবী হয়ে উঠেছিলো, তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া বীথি ছিলেন অন্যতম। কিন্তু এই বিপ্লবে প্রথমেই প্রতিপক্ষ হয়ে দাঁড়ান তারই বাবা তৎকালীন পুলিশ ইন্সপেক্টর। পারিবারিক বিরোধ ও বিপত্তি বীথির সংগ্রামী চেতনায় যোগ করে অদৃশ্য শক্তি। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি স্থির করা হয় বীথির বিয়ের তারিখ; একদিকে মিছিল অন্যদিকে জীবন।

‘ফিরে দেখা’ বীথির বাবার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। নাটকটি আগামী একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসে রাত ৯টা বিটিভিতে প্রচার হবে।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)