নওগাঁ প্রতিনিধি : ‘আগুনে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করো, মুক্তি চাই এই নাশকতা থেকে’ এই দাবিকে সামনে রেখে বুধবার নওগাঁয় মানববন্ধন কর্মসূচী পালন করে ‘শুভ সংঘ’ নামে একটি সামাজিক সংগঠন। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এই কর্মসূচী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, ‘আমরা সন্ত্রাস চাইনা, নাশকতা চাইনা। গণতন্ত্রের নামে পেট্রোলবোমা মেরে নীরিহ মানুষ হত্যা চাইনা। গণতন্ত্র রক্ষার নামে দেড় মাস ধরে সাধারণ ব্যবসায়ীদের অবরুদ্ধ করে রাখা হয়েছে, এর নাম কি গণতন্ত্র? হরতাল-অবরোধের নামে জাতির ভবিষ্যৎ কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে অন্তত আর যাই হোক, রাজনীতি হয়না। এসব করে জনসমর্থন আদায় করা যায় না’। এতে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ ও জেলা আবৃত্তি পরিষদের সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খান, কবি ও সাংস্কৃতিক কর্মি অধ্যাপক (অব.) আতাউল হক সিদ্দিকী, অধ্যাপক আব্দুল্লা আল কাফি, চেম্বারের পরিচালক আতাউর রহমান, আপস এর নির্বাহী পরিচালক এস এম সহিদুল ইসলাম, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মৃন্ময় দাস মজুমদার, বসুন্ধরা কম্পিউটারের পরিচালক তোফজ্জল হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুক্কর সিদ্দিক, সুভ সংঘের সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক এস এম রাশেদ মাহমুদ তুর্য্য প্রমুখ।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)