বরগুনা প্রতিনিধি : জলদস্যুদের গুলিতে আহত বরগুনার ৮ জেলেকে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বুধবার বরিশালে চিকিৎসাধীন জেলেদের দেখতে গিয়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে প্রদান করেছেন। তাদেরকে ৪০ হাজার টাকা দেবার পাশাপাশি প্রত্যেক পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল দেবারও ঘোষণা দিয়েছেন।

এসব জেলেরা যতদিনে সুস্থ না হবেন, ততদিনই তাদের পরিবারকে চাল দেয়া হবে। গত রবিবার রাতে বঙ্গোপসাগরের সোনারচর নামক স্থানে জলদস্যুদের গুলিতে নুরুল ইসলাম, কবির হাওলাদার, মাসুদ, লিটন, খোকন, সাইদুল ইসলাম, ফোরকান ও লিটু নামে ৮ জেলে আহত হয়েছেন। তাদের সকলের বাড়ি বরগুনা ও পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, পাথরঘাটার আলম মোল্লার মালিকাধীন এফবি মহসেন আউলিয়া-১, এফবি মহসেন আউলিয়া-২ ও এফবি মহসেন আউলিয়া-৩ নামের তিনটি ট্রলারের ৫১ জন জেলে রাত ১২ টার দিকে ইলিশ শিকার করে পাথরঘাটা রওনা হয়। পথিমধ্যে সোনার চরের অদূরে তাদেরকে জলদস্যুরা আক্রমন করে। এসময় জলদস্যুদের গুলিতে তারা আহত হন। আহত জেলেরা বর্তমানে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

(এমএইচ/পি/ফেব্রুয়ারি ১৮, ২০১৫)