মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর পৌরসভার ব্যবস্থাপনায় ‘মেয়র কাপ ব্যাডমিন্টন টুনামেন্ট’র ফাইনাল খেলা বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর পৌর ভবন ব্যাডমিন্টন গ্রাউন্ডে ফাইনাল খেলায় নূর জাহান চৌধুরী নিরাময় হাসপাতল গ্রুপকে ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আব্দুর রশিদ ভূঁইয়া গ্রুপ।

অপরদিকে মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন স্মৃতি সংসদকে ৩-০ সেটে হারিয়ে মহিলা গ্রুপে চ্যাম্পিয়ন হয় হ্যান্ডবল ট্রেনিং সেন্টার গ্রুপ। খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পৌরসভা কর্তৃপক্ষ।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এই খেলায় পুরুষ দলের ৪০টি ও মহিলা দলের ১৬টি দল অংশগ্রহণ করেছিল।

(এএসএ/এএস/ফেব্রুয়ারি ১৯, ২০১৫)