নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনা তদন্তের অংশ হিসেবে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে চেয়েছে তদন্ত কমিটি।

হাইকোর্টের নির্দেশে গঠিত ৭ সদস্য বিশিষ্ট প্রশাসনিক তদন্ত কমিটির সঙ্গে দেখা করতে শনিবার তাদের নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে আসতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মো. আনিসুর রহমান শুক্রবার রাতে জানান, নিহত ৭ জনের পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। তবে কেউ না এলে তাদের বাসায় গিয়ে কথা বলবেন তদন্ত কমিটির সদস্যরা।

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের স্যু-মোটো ক্রিমিনাল রুল নম্বর ১৮৪০৩/১৪ মামলার ৫ মের আদেশ অনুযায়ী নারায়ণগঞ্জে প্যানেল মেয়র ও আইনজীবীসহ ৭ জনকে অপহরণের পর হত্যার ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৭ মে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ৭ সদস্যের এই তদন্ত কমিটির চেয়ারম্যান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান আলী মোল্লা। যে এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয় পুরো কমিটি বৃহস্পতিবার সে স্থান পরিদর্শন করে।

কমিটির অন্য সদস্যরা হলেন-জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন ও বিচার বিভাগ এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

(ওএস/এইচআর/মে ১০, ২০১৪)