বিনোদন ডেস্ক : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর শমী কায়সার তার বাবা শহীদুল্লাহ কায়সারকে হারিয়েছেন। বাবার কথা খুব বেশি মনে পড়ে না শমীর। খুব ছোট ছিলেন তিনি। মায়ের কাছে শুনেছেন, ১৪ ডিসেম্বর সকালবেলা বাবাকে নিয়ে যাওয়া হয়। বাবা আর ফিরে আসেননি। পাকিস্তানি সৈন্য আর রাজাকার-আলবদররা শহীদুল্লাহ কায়সারের মতো দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে।



বাবার গল্প, নিজের গল্প বলতে শমী কায়সার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আসবেন আরটিভিতে। চ্যানেলটির আলাপচারিতার অনুষ্ঠান ‘লেট নাইট কফি’র এবারের অতিথি তিনি।

শহীদের সন্তান শমী দেশের নাট্যাঙ্গনে পরিচিত নাম। পাশাপাশি তিনি ধানসিঁড়ি বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্ণধার। এসব নিয়েও কথা বলবেন তিনি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। আরটিভিতে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শুরু হবে ‘লেট নাইট কফি’।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৫)