নওগাঁ প্রতিনিধি : বিএনপি-জামায়াতের লাগাতার অবরোধ ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে নওগাঁ ১৪ দল। শুক্রবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

‘পেট্রোল বোমাবাজ খালেদার সন্ত্রাসী কালো থাবা থেকে জাতি বাঁচতে চায়’ এই ব্যানার নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদির্ক্ষন করে ফের জেলা কার্যলয়ে সমবেত হয়। সেখানে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আব্দুল মালেক এমপি, এ কিউ এম ওয়াহেদুজ্জামান খান বাদশা, নির্মল কৃঞ্চ সাহা, শাকিল আহম্মেদ বাদল, মাহমুদুল হক কমল, জালাল হোসেন, আব্দুল খালেক, রহমানিয়া আলম রিজভী, বিমান কুমার রায় প্রমুখ। এছড়াও জেলার ধামইরহাট, বদলগাছী, সাপাহার ও পোরশাসহ অন্যন্য উপজেলাতেও আওয়ামীলীগ হরতাল ও অবরোধ বিরোধী মিছিল করেছে।

(বিএম/পি/ফেব্রুয়ারি ২০, ২০১৫)